চট্টগ্রামে বাংলাক্যাটের ব্যবসায়ী সম্মিলন

বর্ণিল আয়োজনে চট্টগ্রামে বিনিয়োগকারীদের একটি সম্মিলনের আয়োজন করেছে বাংলাক্যাট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 01:11 PM
Updated : 15 Jan 2020, 01:11 PM

বুধবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চট্টগ্রাম অঞ্চলের ব্যবসায়ী ও শিল্পগোষ্টীদের স্বীকৃতি জানাতে ছিল ওই আয়োজন।

বন্দরনগরীর একটি হোটেলে ক্যাটারপিলার প্রতিনিধি এবং বাংলাক্যাটের সিনিয়র ম্যানেজমেন্ট ও প্রকৌশলীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাক্যাটের সিএমও তারেক আহাম্মদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সান্ধ্যকালীন ওই সম্মিলনের সূচনা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ’ইনভেস্টর রিলেশনশিপ প্রোগ্রাম’ শিরোনামে আয়োজিত ওই অনুষ্ঠানে ক্যাটারপিলার গ্যাস জেনসেটের সব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

”বিশেষভাবে আলোচিত হয় ’জি ৩৫০০ এইচ’ সিরিজ গ্যাস জেনারেটর নিয়ে, যা শিল্প-বাণিজ্যে সর্বনিম্ন পরিচালনা ব্যয় নিশ্চিত করে।”

বাংলাক্যাটের টেকনিক্যাল এক্সপার্ট ও সিনিয়র সেলস ম্যানেজার নুরুল আব্বাস ক্যাটারপিলার ’জি ৩৫০০ এইচ’ সিরিজসহ সব গ্যাস জেনারেটর সেটের বৈশিষ্ট্যগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন।

বাংলাক্যাট ইপিএস বিভাগের প্রধান মাহমুদুর রহমান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলা ট্র্যাক লিমিটেড ক্যাটারপিলার ইন্‌ক ইউ এস এ  এর অনুমোদিত ডিলার হিসেবে ‘বাংলাক্যাট’ ব্র্যান্ড নামে বাংলাদেশে নিয়োজিত রয়েছে।