আসছে আরও একটি আর্থিক প্রতিষ্ঠান

আরও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 03:44 PM
Updated : 13 Jan 2020, 03:44 PM

প্রতিষ্ঠানটির নাম হচ্ছে স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

রোববার গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রতিষ্ঠানটিকে কার্যক্রম শুরুর বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

“এরপর নিয়ম অনুযায়ী ১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনসহ অন্যান্য শর্ত পূরণ করলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।”

প্রস্তাবিত আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আঞ্জুমান আরা শহীদ; যিনি পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স) চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতের স্ত্রী।

বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। অবসায়ন প্রক্রিয়ায় রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের অবস্থা খারাপ।

কয়েকটি আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না।