সাবেক সচিব আব্দুল করিম হলেন আইপিডিসি’র চেয়ারম্যান

সাবেক সচিব আব্দুল করিম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন চেয়ারম্যান হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 01:19 PM
Updated : 13 Jan 2020, 01:19 PM

সোমবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে তিনি টানা দুইবার গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান এবং ব্র্যাকের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক মুখ্যসচিব আবদুল করিম পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ) এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।

জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের চেয়ারম্যানও ছিলেন তিনি।

আব্দুল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের রসায়ন বিভাগ থেকে এমএসসি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আইপিডিসিতে যোগ দেওয়া প্রসঙ্গে আব্দুল করিম বলেন, “দেশের অন্যতম দ্রুত অগ্রসরমান এবং শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং সাফল্য অর্জনে যারা কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রমের উদ্যোগ নেওয়া হবে।”

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম বলেন, আইপিডিসি কয়েক বছর ধরে ব্যবসা সম্প্রসারণ করছে। এর ফলে বিভিন্ন পর্যায়ে কর্মীর সংখ্যাও বেড়েছে।

“দেশের অন্যতম সেরা ফাইন্যান্সিয়াল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করার পথে আব্দুল করিমকে আমাদের পাশে পেয়ে আমরা গর্বিত।”