অনলাইন বীমা সুবিধা আনল বিএনআইসি

অনলাইনে বীমা সুবিধা দেওয়ার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি -বিএনআইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 04:56 PM
Updated : 12 Jan 2020, 04:56 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অনলাইনে ইন্স্যুরেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনলাইনে বীমার এই কার্যক্রম উদ্বোধন করেন আইডিআরএ চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয, অনলাইন ইন্স্যুরেন্সের মাধ্যমে গ্রাহকরা বাড়িতে বসেই বিভিন্ন ধরনের বীমা সুবিধা পেতে পারবেন। বিএনআইসির ওয়েবসাইটের মাধ্যমে কিংবা স্মার্টফোনে অ্যাপস ডাউনলোড করেও এই অনলাইন বীমা সেবা নেওয়া যাবে।

অনলাইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইডিআরএ সদস্য বোরহান উদ্দিন, গোকুল চাঁদ দাস ও মোশারফ হোসেন, নির্বাহী পরিচালক খলিল আহমেদ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের পরিচালক তাইফ বিন ইউসুফ, মুখ্য নির্বাহী কর্মকর্তা সানা উল্লাহ উপস্থিত ছিলেন।