ইউসিবি-ইউআইটিএস চুক্তি

বেসরকারি ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনলজি এন্ড সাইন্সেসের (ইউআইটিএস) সঙ্গে চুক্তি করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক -ইউসিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 12:42 PM
Updated : 12 Jan 2020, 12:42 PM

রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি ইউসিবির কর্পোরেট হেড অফিসে চুক্তি সই হওয়ার কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, ইউআইটিএস’র স্টুডেন্ট ফিস সংগ্রহসহ তাদের মেইন কালেকশন অ্যাকাউন্ট বা হিসাব মেইনটেইন করবে ইউসিবি।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মামদুদুর রশীদ এবং ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোলায়মান চুক্তিতে সই করেন।

এ সময় অন্যদের মধ্যে ইউআইটিএসের ডিন স্কুল অব সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হক, ডিন স্কুল অব বিজনেস অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, ডিন স্কুল অব লিবারেল আর্টস এন্ড সোস্যাল সাইন্স আরিফাতুল কিবরিয়া, রেজিস্ট্রার মোহাম্মাদ কামরুল হাসান এবং ইউসিবির ইভিপি ও হেড অব ট্রান্সেকশন ব্যাংকিং সেকেন্দার-ই-আজম ও ইউসিবির ইভিপি ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন তৌফিক হাসান উপস্থিত ছিলেন।