বিএসআরএমের ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টীল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের ৫৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2019, 02:16 PM
Updated : 22 Dec 2019, 02:16 PM

সভায় শেয়ারহোল্ডাররা ২০১৮-১৯ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ঘোষিত ২৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর স্মরনীকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী।

সভায় কোম্পানির ২০১৮-১৯ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং পরিচালকমন্ডলীর বিবরণী অনুমোদিত হয়।

একইসঙ্গে সর্বসম্মতিক্রমে কোম্পানির পরিচালক এবং নিরীক্ষক নিয়োগ করেন শেয়ারহোল্ডাররা।

সভায় আলীহোসেন আকবরআলী কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে আলোকপাত করেন।