শীতার্তদের জন্য এসিআই সুপ্রিমের ’সুরক্ষা আবরণ’

শীতার্তদের পাশে দাঁড়াতে ‘সুরক্ষা আবরণ’ নামে উদ্যোগ গ্রহণ করেছে এসিআই সুপ্রিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 02:04 PM
Updated : 15 Dec 2019, 02:04 PM

রোববার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রংপুর বিভাগের ঈশ্বরপুরে শীতার্ত মানুষদের হাতে ঢাকায় সংগ্রহ করা শীতের কাপড় তুলে দেওয়া হয়েছে।

কাপড় সংগ্রহের প্রক্রিয়া উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মধ্য দিয়ে প্রথমে সবার কাছে 'সুপ্রিম সুরক্ষার আবরণ' উদ্যোগের বার্তা তুলে ধরা হয়।

সেখানে সাড়া পেয়ে মাইক্রোসাইট এবং গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করে রাজধানীবাসী সেখানে অংশ নেয়।

ঢাকার বিভিন্ন স্থান থেকে একত্রিত করা প্রতিটি কাপড় সুপ্রিম ওয়াশে জীবাণুমুক্ত করে নিয়ে প্যাক করা হয় উত্তরবঙ্গের শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে।