টানা ৪ বার সেরা ব্র্যান্ড ‘স্বপ্ন’

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বিবেচনায় টানা চতুর্থবারের মতো সুপারশপ খাতের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে ‘স্বপ্ন’। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সার্বিক সূচকে অষ্টম স্থানে রয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 04:45 PM
Updated : 12 Dec 2019, 04:45 PM

বৃহস্পতিবার স্বপ্নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের কাছ থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং অপারেশন ডিরেক্টর আবু নাছের।

এ বছর ৩৪টি বিভাগে সেরা ব্র্যান্ড এবং সামগ্রিক শীর্ষ ১৫ ব্র্যান্ডকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “স্বপ্ন গ্রাহকদের গুনগত জীবনমাত্রা উপহার দিতে বদ্ধ পরিকর। দেশের টেকসই উন্নয়নে অবদান রাখতে স্বপ্ন যেমন গুনগত মানের পণ্য গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে, তেমনি নতুন নতুন কর্মসংস্থান তৈরি করছে।“

২০০৮ সালে যাত্রা শুরু করে স্বপ্ন। প্রান্তিক পর্যায়ের কৃষক, সরবরাহকারীদের সঙ্গে গ্রাহকের মেলবন্ধন তৈরি হচ্ছে স্বপ্নের চেইন শপের মাধ্যমে। দেশব্যাপী ১২৬টি আউটলেট নিয়ে চলছে স্বপ্ন এবং রয়েছে ২০৫টি নিজস্ব পণ্য।