অর্থ পাচার প্রতিরোধে ব্র্যাক ব্যাংকের কর্মশালা

অর্থ পাচার প্রতিরোধে কর্মকর্তাদের নিয়ে কর্মশালা করেছে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 04:38 PM
Updated : 11 Dec 2019, 04:38 PM

সম্প্রতি ময়মনসিংহে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্সিং অব টেরোরিজম’ বিষয়ক এই কর্মশালা আয়োজন করে ব্যাংকটি।

বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শহরে অনুষ্ঠিত কর্মশালায় ওই অঞ্চলের মোট ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

ব্র্যাক ব্যাংকের কোম্পানি সচিব রেইস উদ্দীন আহমদ এবং ডেপুটি ক্যামেলকো লুৎফুল হক কর্মশালার সেশন পরিচালনা করেন।    

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুসারে ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে কর্মকর্তাদের জন্য মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কর্মশালা আয়োজন করে আসছে।