মওকুফের ক্ষেত্র বেশি বলে কর-জিডিপি অনুপাত কম: অর্থমন্ত্রী

বেশি হারে কর মওকুফ দেওয়ার কারণে বাংলাদেশের কর-জিডিপির অনুপাত কম দেখাচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 06:53 PM
Updated : 10 Dec 2019, 06:53 PM

তিনি বলেছেন, “আমাদের দেশে অনেক ছোট আকারের নিত্যপণ্যের উৎপাদন আছে, যাদের কর মওকুফ করা হয়েছে। এমনকি অনেক বড় বড় নতুন শিল্পকারখানাও আছে, যাদেরকে ১০ বছর পর্যন্ত কর মওকুফ করা হয়েছে।

“আমাদের দেশে জনগণের কল্যাণে নিত্যপণ্যের কোনো কর নেওয়া হয় না। এসব কর নেওয়া হলে কর-জিডিপি অনুপাত আরও বাড়ত।”

ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আগে রাজস্ব বোর্ডের উদ্যোগে শোভাযাত্রাও বের হয় রাজধানীতে।

আলোচনা সভায় এনবিআরের শুল্ক বিভাগের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান বলেন, বিশ্ববাণিজ্য ব্যবস্থার কারণে এখন আমদানি শুল্ক দিন দিন কমে যাচ্ছে। রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস হয়ে উঠেছে ভ্যাট।

ভ্যাট আদায় ব্যবস্থার যত আধুনিকায়ন হবে, যততই আদায় বৃদ্ধি হবে বলে মনে করেন তিনি।

এনবিআরের ভ্যাট বিভাগের সদস্য আব্দুল মান্নান শিকদার বলেন, মঙ্গলবার থেকেই অনলাইনে প্রতি মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। কর অফিসে তাদের আসতে হবে না।

আগামী জানুয়ারি মাসে ছোট ব্যবসায়ীদের নতুন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সরবরাহ করা শুরু হবে জানিয়ে তিনি বলেন, দেশে ভ্যাট ব্যবস্থা শতভাগ অনলাইন হয়ে গেলে হয়রানি কমে যাবে। ব্যবসায়ীরা ঘরে বসেই ভ্যাট রিটার্ন, কর পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য সুলতান মো. ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য জামাল হোসেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে নয়টি প্রতিষ্ঠান ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ২৫ টি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে নয় প্রতিষ্ঠান হচ্ছে- স্কয়ার ফর্মুলেশন, এরিস্টো ফার্মা, রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশনস, হ্যামকো কর্পোরেশন, এসসি জনসন প্রাইভেট, সিমেন্স হেল্থ কেয়ার, চিটাগাং ওয়্যারহাউস, কাতার এয়ারওয়েজ এবং থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পাবলিক লিমিটেড কোম্পানি।