গাইবান্ধার পলাশবাড়ীতে সাউথ বাংলা ব্যাংক

গাইবান্ধার পলাশবাড়ীতে শাখা খুলেছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2019, 06:10 PM
Updated : 9 Dec 2019, 06:10 PM

এটি ব্যাংকটির  ৭৮তম শাখা।

সোমবার পলাশবাড়ীর কালিবাড়ি বাজার রোডে শাখাটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, রংপুর শাখা ব্যবস্থাপক রাশেদ মাহবুব রাব্বান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোস্তফা জালাল উদ্দিন আহমেদ বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি।

“আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রপ্তানির সব সুবিধা।”

পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, আধুনিক ও প্রগতিশীল ব্যাংকিং ধারাকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে সাউথ বাংলা ব্যাংক।

“দক্ষতা ও নিষ্ঠার সাথে আমরা কার্যক্রম পরিচালনা করব।  গ্রাহকসেবাই আমাদের প্রধান লক্ষ্য।”