মিরসরাইয়ে ইস্টার্ন ব্যাংকের উপশাখা

চট্টগ্রামের মিরসরাইয়ে উপশাখা খুলেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2019, 12:54 PM
Updated : 8 Dec 2019, 12:54 PM

সম্প্রতি মিরসরাইয়ে হাজি রেনু মিয়া মাস্টার শপিং কমপ্লেক্সে উপশাখাটির উদ্বোধন করা হয়েছে বলে ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এর বুউদ্বোধন করেন।

এই উপশাখা থেকে গ্রাহকদের নিয়মিত ব্যাংকিং সেবা দেওয়া হবে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন, পৌর মেয়র গিয়াস উদ্দিন, ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট প্রধান সৈয়দ জুলকার নাইন, এজেন্ট ব্যাংকিং প্রধান মো. বিন মজিদ খান উপস্থিত ছিলেন।

মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিংয়ের পর ব্যাংকিং সেবায় যুক্ত হয়েছিল ‘ব্যাংকিং বুথ’।সেই ‘ব্যাংকিং বুথ’ই এখন ‘উপশাখা’ নামে পরিচিতি পাবে।

গত ৩ ডিসেম্বর এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকিং বুথ’ এর কর্মপরিধি ও পরিচালন পদ্ধতি বিবেচনায় এবং ব্যাংকিং বুথের কার্যক্রম ও সেবার পরিধি জনসাধারণের নিকট অধিকতর স্পষ্ট করার প্রয়াসে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, ‘ব্যাংকিং বুথ’ নামের ব্যবসা কেন্দ্রসমূহ ‘উপশাখা’ নামে পরিগণিত হবে।”