বাজারে অপো ’এ৫ ২০২০’ ফোনের নতুন সংস্করণ

বাজারে এসেছে ৩ গিগাবাইট র‍্যাম যুক্ত অপো এ৫ ২০২০ স্মার্টফোনের নতুন সংস্করণ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 01:21 PM
Updated : 3 Dec 2019, 01:22 PM

এর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯০ টাকা।

মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ ফোন আনার তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ৫ ২০২০ নতুন সংস্করণে থাকছে ৩ গিগাবাইট র‍্যাম, তৃতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৬৬৫ মোবাইল প্ল্যাটফর্ম, ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ ডিসপ্লে, ফোরকে ভিডিও ধারণের সুবিধা এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

২০১৯ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের বাজারে এসেছিল অপো এ৯ ২০২০ এবং অপো এ৫ ২০২০ মডেলের স্মার্টফোন।

নতুন ফোন সম্পর্কে অপো বাংলাদেশের জনসংযোগ ও বিপনন ব্যবস্থাপক ইফতেখার সানি বলেন, “বেশি সময় ধরে ব্যাটারি ব্যাকআপের চাহিদা রয়েছে, এমন গ্রাহকদের কথা বিবেচনা করেই ডিজাইন করা হয় অপো এ৫ ২০২০। ৩ গিগাবাইট র‍্যামযুক্ত অপো এ৫ ২০২০ গ্রাহকদের পাওয়ার ব্যাকআপ সংক্রান্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে সক্ষম হবে।”