আদির ৩৫% মালিকানা এখন প্যারাগনের

অনলাইন বাজার আদি বিডি লিমিটেডে বিনিয়োগ করেছে প্যারাগন গ্রুপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 03:16 PM
Updated : 2 Dec 2019, 03:16 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে প্যারাগন গ্রুপ আদি’র ৩৫ শতাংশ শেয়ারের অংশীদার হলো।

এতে বলা হয়, সম্প্রতি প্যরাগন হেডকোয়াটারে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। যার মাধ্যমে এক সঙ্গে পথচলা শুরু করল দুই প্রতিষ্ঠান।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যারাগন গ্রুপের চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক ইয়াসমীন রহমান, আদি’র চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ফাতিমা বেগম এবং পরিচালক এ এন এম এ সাহিন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮ সালের ডিসেম্বর যাত্রা শুরু করা অনলাইন মার্কেট প্লেস আদি বিশ্ববাজারে স্থানীয় পণ্যের বিকিকিনিতে ভূমিকা রাখছে। বর্তমানে আদি’র একশ’র বেশি সহযোগী রয়েছে, যারা আদি’র পণ্য বিক্রিতে কাজ করছে।