বাংলাদেশে যাত্রা করল শিফট ফাইনান্সিয়াল

বিদেশ থেকে নিরাপদে ও দ্রুত টাকা আদান-প্রদানের জন্য বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে যুক্তরাজ্যভিত্তিক আর্থিক পরিসেবা প্রতিষ্ঠান শিফট ফাইনান্সিয়াল সার্ভিসেস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 03:00 PM
Updated : 1 Dec 2019, 03:00 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি পদ্মা ব্যাংকের সঙ্গে মিলে এ কার্যক্রম শুরুর কথা জানানো হয়।

শনিবার পদ্মা ব্যাংকের গুলশান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই হয়। পদ্মা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু ও শিফট ফাইনান্সিয়ালের পক্ষে পরিচালক মোহাম্মাদ ফাওজি মাহরাত চুক্তিতে সই করেন।

পদ্মা ব্যাংক জানিয়েছে, এর মাধ্যমে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার প্রবাসী বাংলাদেশিরা সহজেই কম খরচে দ্রুততার সঙ্গে রেমিটেন্স লেনদেন করতে পারবেন।

বিশ্বব্যাপী ৯০ টিরও বেশি দেশে প্রায় দেড় লাখের বেশি গন্তব্যে অর্থ স্থানান্তর করে থাকে শিফট ফাইনান্সিয়াল।

এমডি এহসান খসরুকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ”প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত টাকা স্বজনদের কাছে নিরাপদে ও দ্রুত বুঝিয়ে দেয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়েছে পদ্মা ব্যাংক।”