ইমরান করিমের নেতৃত্বে বিআইপিপিএ’র নতুন কমিটি

দেশের বিদ্যুৎখাতের বেসরকারি উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) নতুন সভাপতি হয়েছেন কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ইমরান করিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 02:00 PM
Updated : 1 Dec 2019, 02:00 PM

সম্প্রতি ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত সংগঠনের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন বলে সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইমরান করিম আগামী দুই বছর বিআইপিপিএ’র ১১ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন।

পরিচালনা পর্ষদে তিনজন সহ-সভাপতি হলেন এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চারের চেয়ারম্যান হুমায়ুন রশীদ, সামিট গাজিপুর ২ পাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন এবং দেশ এনার্জি চাঁদপুর পাওয়ার কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক নাভিদুল হক।

নির্বাচিত সাত পরিচালক হলেন, ডাচ বাংলা পাওয়ার এন্ড এসোসিয়েটসের ব্যাবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম, কনফিডেন্স পাওয়ার বগুড়ার ব্যাবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম, এনার্জিপ্রিমার পরিচালক মাবরুর হোসেন, শাহজীবাজার পাওয়ারের পরিচালক ফরিদুল আলম, বারাকা পতেঙ্গা পাওয়ারের ব্যাবস্থাপনা পরিচালক মঞ্জুর কাদির সাফি, একর্ন ইনফ্রাস্টাকচার সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক রুহানি এবং সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা লিমিটেড এস এম নূর উদ্দিন।