বিশ্ব ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় সিটি ব্যাংক

শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবার বৈশ্বিক নীতিনির্ধারক প্রতিষ্ঠান অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের (এএওআইএফআই) সদস্য হয়েছে সিটি ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 06:06 PM
Updated : 30 Nov 2019, 06:06 PM

এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের এই ব্যাংকটি ইসলামী ব্যাংকিংয়ের আন্তর্জাতিক সংগঠনে যুক্ত হল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি ব্যাংক জানিয়েছে,সম্প্রতি বাহরাইনের মানামায় এক অনুষ্ঠানে এএওআইএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ ইব্রাহীম বিন খলিফা আল খলিফার কাছ থেকে সদস্যপদ সনদ গ্রহণ করেন সিটি ব্যাংকের চিফ ইকোনোমিস্ট এবং কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান অরূপ হায়দার এবং আবদুল্লাহ শরীফ উপস্থিত ছিলেন।

এএওআইএফআই’র সদস্য হওয়ার মধ্য দিয়ে শরীয়াহ্ ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবায় ব্যাংকের সক্ষমতা আরো বাড়বে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এএওআইএফআই বাহরাইন ভিত্তিক বিশ্ব ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বীকৃত নীতিনির্ধারক।