প্রতিযোগিতা কমিশনকে সহায়তা করবে জেএফটিসি

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনকে (বিসিসি) সাহায্য করবে জাপান ফেয়ার ট্রেড কমিশন-জেএফটিসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 03:15 PM
Updated : 25 Nov 2019, 03:15 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সোমবার প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে জেএফটিসি এবং বিসিসি’র কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উভয়পক্ষের মধ্যে এমওইউ স্বাক্ষর,কারিগরি সহায়তা প্রদান এবং প্রতিযোগিতা আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা হয়।

সভায় উভয়পক্ষের মধ্যে সহযোগিতার রূপরেখা নির্ধারণ করা হয়।

জাপান ফেয়ার ট্রেড কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সুয়াজোনো সাদাকির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আলেঅচনায় অংশ নেয়।

অন্যদিকে প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মফিজুল ইসলামের নেতৃত্বে কমিশনের সদস্য ও কর্মকর্তা এবং বাণিজ্য মন্ত্রণালয়,আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,ট্যারিফ কমিশন, বিএফটিআই’র  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।