সিআইপি হলেন একরামুজ্জামান

সিআইপি হয়েছেন আরএকে সিরামিক্সের প্রধান এস এ কে একরামুজ্জামান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 02:29 PM
Updated : 25 Nov 2019, 02:29 PM

দেশের অর্থনীতিতে  গুরুত্বপূর্ণ অবদানের  স্বীকৃতি হিসেবে একরামুজ্জামানসহ ৪৮ ব্যক্তিকে ‘বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ’ ব্যক্তি হিসেবে (সিআইপি-শিল্প) সম্মাননা দিয়েছে সরকার।

২০১৭ সালের জন‌্য তাদের এই সম্মানা দেওয়া হয়েছে। এই সিআইপিরা এক বছরের জন্য পরিচয়পত্র পাবেন, যা দিয়ে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিতে পারবেন।

গত বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে সিআইপি কার্ড নেন একরামুজ্জামান।

আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত টাইলস ও স্যানিটারি ওয়্যার খাতের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির  ব্যবস্থাপনা পরিচালক একরামুজ্জামান।

বৃহৎশিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

আরএকে সিরামিক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প উন্নয়ন ও দেশের অর্থনীতিতে গুরত্বপূর্ণ অবদান রাখার জন্য বৃহৎশিল্প (উৎপাদন) ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।

আরএকে সিরামিক্স ১৯৯৮ সালে ব্যবসায়ী একরামুজ্জামান এবং সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্দ্যোগে প্রতিষ্ঠিত হয়।

২০১০ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

একরামুজ্জামান আরএকে সিরামিক্স ছাড়াও বাংলাদেশে আরো অনেক শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তা।