কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগে আমিরাতের ব্যবসায়ীদের আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের উদ্যোক্তাদের বাংলাদেশ কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গোলাম মুজতবা ধ্রুব আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 07:42 PM
Updated : 17 Nov 2019, 07:49 PM

আমিরাত সফররত প্রধানমন্ত্রী রোববার হোটেল শাংরি লায় তার সম্মানে আবু ধাবিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশ ভোজ অনুষ্ঠানে বক্তৃতায় এই আহ্বান জানান। 

বিনিয়োগকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, বর্তমানে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘উন্নয়নের বিস্ময়' হয়ে উঠেছে।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি খাতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।     

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তৈরি পোশাক শিল্প, অবকাঠামো, নির্মাণ, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি, জাহাজ নির্মাণ, পর্যটন, হালকা প্রকৌশল, শিল্প পার্কসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

গত ফেব্রুয়ারিতে আমিরাত সফরে বন্দর নির্মান, শিল্প পার্ক স্থাপন, বিদ্যুৎকেন্দ্র স্থাপন, এলএনজি টার্মিনাল স্থাপন ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সংক্রান্ত চুক্তির কথাও তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।  

আমিরাতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো সৌর বিদ্যুৎসহ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের প্রস্তাব নিয়ে এসেছেন। তারা এলএনজি টার্মিনাল ও বন্দর নির্মাণেও আগ্রহ প্রকাশ করেছেন। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এমিরেটস ইকোনমিক জোন থেকে প্রস্তাব পাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ উদার বিনিয়োগ নীতি অনুসরণেল বিষয়টি তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ নীতিতে বাংলাদেশ সবচেয়ে উদার।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।