ডায়াবেটিস প্রতিরোধে স্বপ্ন ও পালস হেলথের যৌথ উদ্যোগ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সুপারশপ-স্বপ্ন এবং বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সঙ্গী হয়েছে পালস হেলথ কেয়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 06:24 PM
Updated : 13 Nov 2019, 06:24 PM

বুধবার স্বপ্নের গুলশান-১ আউটলেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় অন্যদের মধ্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, পালস হেলথ কেয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা রুবাবা দৌলা এবং স্বপ্নের পক্ষে এসিআই লজিস্টিকস লিমিটেডের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন।

এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশের সাধারণ মানুষের জন্য চালু করা এই অনলাইনে স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা করতে পেরে আমরা গর্বিত। দেশের স্বাস্থসেবা খাতকে পুরোপুরি ডিজিটাল করে তোলার ক্ষেত্রে এটি শুভ সূচনা বলে আমি বিশ্বাস করি।”

১৩ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত স্বপ্নের ঢাকার মিরপুর-১১, উত্তরা-৩ এবং সিলেটের আম্বরখান আউটলেটে এই কার্যক্রম চলবে।

১৪, ১৫ এবং ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বপ্নের আউটলেটে এই সেবা পাওয়া যাবে।

গ্রাহকরা পালস হেলথ কেয়ার প্লাটফর্মে নিবন্ধন ছাড়াও রক্তের গ্লুকোজ, রক্তচাপ এবং বিএমআই পরীক্ষার মতো স্বাস্থ্য পরীক্ষা এখানে বিনামূল্যে পাবেন।

বিনামূল্যে ডাক্তারী পরামর্শ ছাড়াও কল সেন্টারে সার্বক্ষণিক স্বাস্থ্য পরামর্শ প্রাপ্তির বিশেষ সুবিধাও পাওয়া যাবে।