সামাজিক মাধ্যমে জনসম্পৃক্ততার স্বীকৃতি পেল ‘ট্রিট চকলেট’

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসম্পৃক্ততায় এশিয়ার সেরা ক্যান্ডি ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে প্রাণ কনফেকশনরীর পণ্য ‘ট্রিট চকলেট’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2019, 12:20 PM
Updated : 6 Nov 2019, 12:20 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেটিং ওয়েবসাইট ‘সোশ্যাল বেকারস’-এর এক জরিপে এ স্বীকৃতির খবর দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোশ্যাল বেকারস চলতি বছরের ২৭ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একটি জরিপ পরিচালনা করে। জরিপের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারা বেছে নেয় বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ১৭৭টি কনফেকশনারি ব্র্যান্ড। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সফল এশিয়ার সেরা কনফেকশনারী ব্র্যান্ড হিসেবে উঠে আসে ট্রিট চকলেট এর নাম।

‘ট্রিট চকলেট’-এর হেড অব মার্কেটিং সাখাওয়াত আহামেদকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা ডিজিটাল কমিউনিকেশন টুলসগুলো ব্যবহার করে আমাদের কথাগুলো মানুষকে বলেছি। আর মানুষ তাতে সাড়া দিয়েছে।”