১১/১১ কর্মসূচিতে দারাজে ১৫০০ কর্মী নিয়োগ

অনলাইন মার্কেটপ্লেস দারাজ দ্বিতীয়বারের মতো ইলেভেন ইলেভেন (১১.১১) ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 04:40 PM
Updated : 22 Oct 2019, 05:00 PM

আর এ বিক্রয় কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে দেড় হাজার কর্মী নিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ জানিয়েছে,আসন্ন এ কর্মসূচীতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ। এক দিনে একটি কর্মসূচীর জন্য বিপুল পরিমাণ জনশক্তি নিয়োগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বলে দাবি করেছে দারাজ।

দারাজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মসূচী সফল করতে ঢাকায় ও ঢাকার বাইরে ২১ জন কালেকশন পয়েন্ট এজেন্ট, ২০০ জন অপারেটর, ৭৩২ জন রাইডার, ৪৫ জন ড্রাইভার,৩০০ জন কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ করা হবে।

পাশাপাশি কমার্শিয়াল,মার্কেটিং,অপারেশন্স এবং ক্রস বর্ডার বিভাগেও লোকবল বাড়ানো হবে।

যারা এই কর্মসূচীতে যোগ দিতে চায় তাদেরকে দারাজের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে দারাজ। এছাড়া বিডি জবস,ক্রয় ডটকম,কর্ম বাংলাদেশসহ বিভিন্ন ওয়েবসাইটেও বিস্তারিত জানা যাবে এ বিষয়ে।

ইলেভেন ইলেভেন বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং ইভেন্ট;যা অ্যামাজন প্রাইম ডে-এর তুলনায় প্রায় ১৮ গুণ এবং ব্ল্যাক ফ্রাইডের তুলনায় প্রায় আড়াই গুণ বড়।

দারাজ বাংলাদশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্যাম্পেইন ইলেভেন ইলেভেন-এর অভিজ্ঞতাটি যেন ক্রেতাদের জন্য আরামদায়ক হয় সেটা চিন্তা করেই আমরা বিপুল পরিমান জনশক্তি নিয়োগ করছি।

“আমরা আশা করছি,এ বছরের ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটি আমাদের কাস্টমারদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।”