ঋণ আদায় বাড়াতে পদ্মা ব্যাংকের সভা

ঋণ আদায় বাড়াতে কর্মকর্তাদের নিয়ে সভা করেছে পদ্মা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 03:12 PM
Updated : 22 Oct 2019, 03:12 PM

শনিবার মিরপুরে ব্যাংকের ট্রেনিং ইনিস্টিটিউটে এই সভা হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় ঋণ আদায়ের লক্ষ্যে সরকারের নতুন নীতিমালা এবং ঋণ আদায় ব্যবস্থা তরান্বিত করতে কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু।

তিনি বলেন, “ঋণ আদায়ে এখন জিরো টলারেন্স পন্থা অবলম্বন করা হবে; নতুবা ক্ষতিগ্রস্ত হবে ব্যাংক।”

সভায় অন্যদের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী জারিয়াব ও সাহাদাৎ হোসেন, রিকভারি বিভাগের প্রধান সাবিরুল ইসলাম চৌধুর, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং রিকভারি জোনের প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।