যমুনা ফিউচার পার্কে হোলসেল ক্লাব-ইবিএল লাউঞ্জ

হোলসেল ক্লাবের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড এনেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 03:41 PM
Updated : 21 Oct 2019, 03:41 PM

একইসঙ্গে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ক্লাবটির সঙ্গে যৌথ লাউঞ্জও চালু করেছে ব্যাংকটি।

সম্প্রতি কার্ড ও লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমা ইসলাম, ইবিএলে ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এবং হোলসেল ক্লাবের পরিচালক সাইফুল ইসলাম।

ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কো-ব্র্যান্ডেড কার্ডধারীরা ইবিএল এবং হোলসেল ক্লাবের পক্ষ থেকে ক্যাশব্যাক ও মূল্য ছাড়সহ বিভিন্ন  সুবিধা পাবেন। গ্রাহকরা বিশ্বব্যাপী বিস্তৃত ভিসা নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

হোলসেল ক্লাব-ইবিএল লাউঞ্জটি মূলত একটি অনলাইন লাউঞ্জ; যার মাধ্যমে গ্রাহকরা বাংলাদেশে পাওয়া যায় না- এমন পণ্য অর্ডার করতে পারবেন। লাউঞ্জটিতে একটি ইবিএল সার্ভিস ডেস্ক থাকবে, যার মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং সুবিধা পাবেন।