বেসিস সদস্যদের জন্য ইবিএলের মাস্টারকার্ড

বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্য প্রতিষ্ঠান এবং তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি প্রিপ্রেইড মাস্টারকার্ড চালু করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড-ইবিএল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 01:27 PM
Updated : 19 Oct 2019, 01:27 PM

সম্প্রতি ঢাকায় কো-ব্র্যান্ডেড এই কার্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে শনিবার ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

অনুষ্ঠানে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, বেসিসের সভাপতি আলমাস কবির এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্ডের জন্য বেসিসের সদস্যদের কোন আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে না। একজন কার্ডধারী বছরে ৩০ হাজার ডলার পর্যন্ত লেনদেন করতে পারবেন।

দেশব্যাপী ইবিএল এটিএম এবং বিশ্বব্যাপী বিস্তৃত মাস্টারকার্ড ব্র্যান্ডেড এটিএম থেকে কোন চার্জ ছাড়াই কাডধারীরা ২৪ ঘন্টা অর্থ তুলতে পারবেন।

কো- ব্র্যান্ডেড কার্ডটিতে আকর্ষণীয় বেশ কিছু ফিচার যুক্ত করা হয়েছে। বাংলাদেশে মাস্টারকার্ডের ৩ হাজারের অধিক পার্টনার আউটলেটে বিভিন্ন সুবিধা ভোগ করবেন কার্ডধারীরা।