কমনওয়েলথ দেশগুলোকে বিনিয়োগের আহ্বান এফবিসিসিআই সভাপতির

চলমান বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে কমনওয়েলথভূক্ত দেশগুলোর বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2019, 02:43 PM
Updated : 17 Oct 2019, 02:43 PM

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন গত বুধবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) গ্লোবাল অ্যাডভাইজরি কাউন্সিলের সভায় এই আহ্বান জানান বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি।

বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিলের সভায় বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের দেওয়া বিনিয়োগ সুবিধা তুলে ধরেন ফাহিম।

কমনওয়েলথ সচিবালয় এবং সদস্য দেশগুলোর সরকার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর সহযোগীতায় ২০১৪ সালের জুলাই মাসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে আরও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিডব্লিউইআইসি) গঠিত হয়।

এ বছরই প্রথম এফবিসিসিআই সিডব্লিউইআইসি-এর কৌশলগত অংশীদার (স্ট্যাটেজিক পার্টনার) হয়েছে।