টাওয়ারের অতিরিক্ত বিদ্যুৎ মানুষকে দিচ্ছে ইডটকো

মোবাইল টাওয়ারের অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের এক হাজারের বেশি বাড়ি আলোকিত করেছে ইডটকো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 01:02 PM
Updated : 16 Oct 2019, 01:02 PM

বুধবার টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত ১ হাজার ২০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে চালু হওয়া টাওয়ার টু কমিউনিটি (টিটুসি) প্রকল্পের আওতায় এসব বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

”টাওয়ার পরিচালনার পর যে বাড়তি বিদ্যুৎ থাকে, সেটি টাওয়ারের আশেপাশের বাড়িতে বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে প্রদান করে। ইডটকো টাওয়ার পরিচালনার জন্য ডিজেল জেনারেটর ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার করে। সেখান থেকে আসে অতিরিক্ত বিদ্যুৎ।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সংযোগের বাইরে নীলফামারীতে একটি সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প স্থাপন করেছে ইউটকো, যার মাধ্যমে সেখানকার ৩০টি পরিবারের মানুষ বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাচ্ছে।

প্রকল্পটির মাধ্যমে একটি হাসপাতাল, ৩০টি মসজিদ এবং ২৮টি স্কুলে বৈদ্যুতিক সংযোগ প্রদানের কথাও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও মালয়েশিয়ার গ্রামীণ জনপদে নিজেদের এমন উদ্যোগের কথা জানাচ্ছে প্রতিষ্ঠানটি।

২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকো এশিয়ার প্রথম আঞ্চলিক এবং সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি টাওয়ার সেবা খাতে টাওয়ার লিজিং, কো-লোকেশন্স, বিল্ড-টু-স্যুট, এনার্জি, ট্রান্সমিশন এবং অপারেশন্স এন্ড মেইন্ট্যানেন্স (ও এন্ড এম) বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে। 

ইডটকো বাংলাদেশ, মালয়েশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, শ্রীলংকা এবং পাকিস্তানে ২৯ হাজার ৩০০টি  টাওয়ার পরিচালনা করে।