সেসরিকের পর্যটন অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের ৩ প্রতিষ্ঠান

পর্যটন বিকাশে অবদান রাখায় ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ ট্রেনিং সেন্টার ফর ইসলামিক কান্ট্রিজের (সেসরিক)  পর্যটন অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 06:37 PM
Updated : 15 Oct 2019, 06:37 PM

অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ট্যুরিজম উইন্ডো, অ্যানেক্স ট্রাভেল অ্যান্ড কনসাল্টিং গ্রুপ ও জার্নি প্লাস।

মঙ্গলবার বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে ‘সেসরিক ট্যুরিজম অ্যাওয়ার্ড’ তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পুরস্কার হিসেবে এই তিনটি প্রতিষ্ঠানকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সিটি অব ট্যুরিজম উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেসরিকের মহাপরিচালক নেবিল দাবুরসহ অন্য কর্মকর্তারাও।

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অঙ্গ সংস্থা স্ট্যাটিস্টিকাল ও সেসরিক  এই  অ্যাওয়ার্ড প্রদান করে।

এ বছর ঢাকায় অনুষ্ঠিত ওআইসি পর্যটন মন্ত্রীদের সম্মেলনে ঢাকাকে  ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ ঘোষণা করা হয়। এরই অংশ হিসাবে এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হল।