বন্যার্তদের চিকিৎসায় ইউসিবির ২০ লাখ টাকা

কুড়িগ্রামের বন্যা প্লাবিত এলাকার মানুষের চিকিৎসা সেবার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-ইউসিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 11:48 AM
Updated : 15 Oct 2019, 11:48 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসোসিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়া, বাংলাদেশ এবং জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালকে এই অনুদান দেয়া হয়।

রোববার ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এ্যামডা ইন্টারন্যাশনাল, জাপানের প্রেসিডেন্ট ড. শিগেরু সুগানামির কাছে ব্যাংকের সিএসআর কর্মকাণ্ডের ওই অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রফেসর অ্যাসোনিয়েশন এফ মেডিকেল ডক্টরস অফ এশিয়ার প্রেসিডেন্ট  সরদার এ নাঈম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক  জোনায়েদ শফিক এবং এক্সিকিউটিভ ডিরেক্টর সরদার এ রাজ্জাক।