এক বছর পার করল স্যামসাংয়ের মোবাইল কারখানা

বাংলাদেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানা স্থাপনের এক বছর পার করল স্যামসাং বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2019, 12:31 PM
Updated : 12 Oct 2019, 08:17 PM

নানা আয়োজনের মধ্য দিয়ে স্যামসাং বাংলাদেশ এবং এ দেশে প্রতিষ্ঠানটির স্থানীয় অংশীদার ফেয়ার ইলেক্ট্রনিক্স এক বছর পূর্তি উৎসব পালন করছে।

এ উপলক্ষে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন করে স্যামসাং বাংলাদেশ।

অনুষ্ঠানে ফেয়ার ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন সিনিয়র ডিরেক্টর এইচ ডি লি, জেনারেল ম্যানেজার বোমিন কিম, হেড অব মার্কেটিং আশিক হাসান, হেড অব প্রোডাক্ট টিম ফজলুল মুশাইর চৌধুরী এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশনস) প্রিয়াম হাসনাত উপস্থিত ছিলেন।

এছাড়া ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মেসবাহ উদ্দিন, হেড অব মার্কেটিং জে এম তাসলিম কবির এবং ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) রাজেশ শর্মা উপস্থিত ছিলেন।

ফেয়ার ইলেক্ট্রনিক্স ২০১৮ সালের জুন মাস থেকে স্যামসাং ইলেক্ট্রনিক্সের সহযোগিতায় নরসিংদীতে স্থাপিত হাই-টেক ফ্যাক্টরিতে দেশীয় বাজারের জন্য স্মার্টফোন সংযোজন করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে স্থানীয় বাজারের উপযোগী ১৫ লাখের বেশি ফোরজি স্মার্টফোন বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। হ্যান্ডসেটগুলোর বাজার মূল্য সাড়ে ৭ হাজার থেকে ৪০ হাজার টাকা।

বর্তমানে ১ হাজার কর্মী কারখানায় কাজ করছে, যাদের ২৫ শতাংশ নারী। মোট ৫০ জন ইঞ্জিনিয়ার কারখানায় নিয়োজিত আছেন। এদের মধ্যে ১০জন সার্বক্ষণিকভাবে স্যামসাংয়ের কাজে নিয়োজিত।

কর্মীদের জন্য রয়েছে উন্নতমানের ক্যান্টিন সুবিধা, ডাক্তারদের দ্বারা সার্বক্ষণিক চিকিৎসা সুবিধা, বিদেশে প্রশিক্ষণ সুবিধা, ব্যক্তিগত উন্নয়ন বিভিন্ন কার্যক্রম, দলীয় যোগাযোগ বৃদ্ধি এবং বিনোদনের সুবিধা।

সংবাদ সম্মেলনে ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। নানা বাধা-বিপত্তি পেরিয়ে দেশটি বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে চমকে দিয়েছে। স্যামসাং বাংলাদেশের সহযাত্রী হয়ে প্রযুক্তির ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

ভবিষ্যতেও ফেয়ার ইলেক্ট্রনিক্স এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন খাতে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। বর্তমানে দেশটি প্রযুক্তি হাবে পরিণত হওয়ার পথে রয়েছে।

“এই প্রাযুক্তিক বিপ্লবে অংশ নিয়ে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত নির্মাণে ভূমিকা রাখতে পেরে আমরা গর্বিত।”