উত্তরায় ডোমিনোজ পিজ্জা

রাজধানীর উত্তরায় ডোমিনোজ পিজ্জার দ্বিতীয় আউটলেট খোলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2019, 04:50 PM
Updated : 10 Oct 2019, 05:01 PM

বুধবার উত্তরার গরীব-এ-নেওয়াজ এভিনিউয়ে (বাড়ি ১, সড়ক ১৩, সেক্টর ১৩) এই আউটলেটটি চালু করা হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিতে ডোমিনোজ পিজ্জার প্রথম আউটলেট খোলা হয়। বিপুল চাহিদার কারণে উত্তরার আউটলেটটি খোলা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্বখ্যাত পিজ্জা থিয়েটার ডিজাইন,রিফ্রেশিং ইন্টেরিয়র ও স্টাইলিশ সিটিং ফিচারের পাশাপাশি রেস্টুরেন্টটির সামনের দিকের সিটে বসে সরাসরি পিজ্জা বানানো দেখার সুযোগ থাকছে এই আউটলেটে।

ভারতের অন্যতম বৃহৎ ফুড সার্ভিস প্রতিষ্ঠান জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআর-এর যৌথ উদ্যোগে চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে ডোমিনোজ।

জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেড (যৌথ উদ্যোগের নাম) নাম নিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যান্ডটি।

বাংলাদেশে ডোমিনোজ পিৎজার সফলতা নিয়ে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেডের সিইও প্রতীক পোতা বলেন, “ঢাকাতে আমরা ক্রেতাদের ভালোবাসায় অভিভূত। আমাদের মেন্যু বিশেষভাবে পছন্দ করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এখানকার ক্রেতারা আন্তর্জাতিক অভিজ্ঞতার পাশাপাশি খাবারে নতুনত্ব ও বৈচিত্র্য খুঁজছেন। আর এ কারণেই বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

“আমাদের বিশ্বাস,দ্বিতীয় এ রেস্টুরেন্টের মাধ্যমে আমরা স্বুসাদু খাবার আর তুলনাহীন গ্রাহক সেবা নিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। যা বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহক সংখ্যা বাড়াতে সহায়তা করবে।”

গোল্ডেন হারভেস্ট গ্রুপের চেয়ারম্যান রাজীব সামদানি বলেন, “ডোমিনোজের শুরু থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। যা  আমাদের সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে। বাংলাদেশে ডোমিনোজ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা এ খাতে আরও বিনিয়োগও করব।”