মাসুদ রানা ব্র্যাক ব্যাংকের ডিএমডি

ব্র্যাক ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মোহম্মদ মাসুদ রানা। একইসঙ্গে তিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসারের (সিএফও) দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 07:14 PM
Updated : 9 Oct 2019, 07:14 PM

সম্প্রতি তিনি এই পদে যোগ দিয়েছেন বলে বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাসুদ রানা’র যোগদান সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন “মাসুদ আমাদের ব্যাংকের নেতৃত্বে বাড়তি কৌশলগত দক্ষতা এবং বৈচিত্র্যময় কর্পোরেট অভিজ্ঞতা যোগ করবেন। আমি নিশ্চিত যে তিনি বাংলাদেশের সেরা ব্যাংক হওয়ার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সামগ্রিক অগ্রযাত্রার পথে যথাযথ অবদানের জন্য ফাইন্যান্স বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।”

মাসুদ রানার আছে পাবলিক অ্যাকাউন্টিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল এবং ব্যাংকিং খাতে ২৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা।

২০০১ সালে বেক্সিমকোর গার্মেন্টস ও টেক্সটাইল বিভাগে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে যোগ দেয়ার পূর্বে তিনি এস এফ আহমেদ অ্যান্ড কোম্পানিতে কর্মজীবন শুরু করেন।

ব্র্যাক ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের  সিএফও হিসেবে কর্মরত ছিলেন।

আইসিএবির একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।