বেশি রেমিটেন্স আনার পুরস্কার পেল ইসলামী ব্যাংক

সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক পুরস্কার  পেল ইসলামী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2019, 12:13 PM
Updated : 8 Oct 2019, 12:13 PM

সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মাহবুব উল আলমের হাতে এই পুরস্কার তুলে দেন।

২০১৮ সালে রেমিটেন্স পাঠিয়ে এবং পাঠাতে সহায়তা করে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৩৬ ব্যক্তি-প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়।

এবার সাধারণ পেশাজীবী ক্যাটাগরিতে ১০ জন, বিশেষজ্ঞ পেশাজীবী ৮ জন, ব্যবসায়ী ক্যাটাগরিতে ১০ জন, রেমিটেন্স আহরণকারী পাঁচ ব্যাংক এবং অনাবাসী বাংলাদেশি মালিকানাধীন তিনটি একচেঞ্জ হাউজকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়।

ষষ্ঠবারের মতো দেওয়া হল এই পুরস্কার। ২০১৪ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা, ডেপুটি গভর্ণর আহমেদ জামাল, ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসনে আলমসহ বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।