সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নগদে

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2019, 04:01 PM
Updated : 6 Oct 2019, 04:01 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে নগদ-এর সকল গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদ-এর ক্যাশ-আউট চার্জ পড়বে ১৪ টাকা ৫০ পয়সা।

এ ছাড়া নগদ গ্রাহক প্রতি এক হাজার টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

নতুন গ্রাহকেরা নগদ-এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট চার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

উপরোক্ত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ। মূল্য ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। এই অফারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।