পণ্যের গুণগত মান জানতে গ্রাহকের দোরগোড়ায় দারাজ

পণ্যের গুণগত মান জানতে গ্রাহকের দোরগোড়ায় যাচ্ছে ই-কমার্স সাইট দারাজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2019, 04:35 PM
Updated : 3 Oct 2019, 04:35 PM

‘দারাজ ফ্যান মিট’ শিরোনামের এ আয়োজনটি ৪৫টির বেশি জেলায় আয়োজনের পর বৃহস্পতিবার তা অনুষ্ঠিত হয়ে গেল দিনাজপুরে।

‘ফ্যান মিট’ আয়োজনের মাধ্যমে  দারাজের ক্রেতারা পণ্যের গুণাগুণ নিয়ে সরাসরি দেখা করে কথা বলতে পারছেন দারাজে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।

দিনাজপুরের ড্রিম ফুড প্যালেসে বৃহস্পতিবার দারাজ ফ্যান ক্লাবের ‘ফ্যান মিট’ আয়োজনে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের হেড অফ রিজিওনাল কমার্শিয়াল মো. মনজুর আলম।

অনুষ্ঠানে দারাজের ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন দারাজ কর্মকর্তারা। পণ্যের গুণাগুন নিয়ে ক্রেতাদের মতামত গ্রহণের পাশাপাশি নানা সমস্যার সমাধানও বাতলে দেন তারা।

দারাজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দারাজের পণ্য ডেলিভারি,রিটার্ন ও রিফান্ড পলিসি নিয়েও সভায় খোলামেলা আলোচনা হয়।

দারাজ বলছে, এই উদ্যোগের মধ্যে দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও দৃঢ় হবে। সামগ্রিকভাবে এই উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরও বিকশিত করবে।