রূপপুর বিদ্যুৎ প্রকল্পে রিঅ্যাক্টর স্থাপনের কাঠামো প্রস্তুত

পাবনার ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে রিঅ্যাক্টর বসানোর কাঠামো স্থাপনের কাজ শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 03:34 PM
Updated : 1 Oct 2019, 03:34 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর এই কাঠামোর কাজ শেষ হয়।

কাঠামোটির মূল কাজ হচ্ছে রিঅ্যাক্টরকে যথাস্থানে সুদৃঢ়ভাবে ধরে রাখা এবং এর ভার বহন করা।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন- রসাটমের প্রকৌশল শাখা এটমস্ত্রয়এক্সপোর্ট প্রণীত নকসা অনুযায়ী কাঠামোটি স্থাপন করা হয়েছে। এটমস্ত্রয়এক্সপোর্ট প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাক্টর।

এটমস্ত্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক সের্গেই লাসতচকিন বলেন, “এটি একটি জটিল এবং সূক্ষ্ম কাজ, যেখানে যথাসম্ভব সর্বোচ্চ একিউরেসি প্রয়োজন। আমাদের কর্মকর্তা-কর্মচারী ও নির্মাণ সাইটের সকলের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা নির্ধারিত সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি।”

প্রথম ইউনিটের জন্য রিঅ্যাক্টর ২০২০ সালে রাশিয়া থেকে বাংলাদেশে আসবে।