‘সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ

আতিথেয়তা ও পর্যটন খাতের উন্নয়নে ভূমিকার জন্য ‘সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 12:38 PM
Updated : 29 Sept 2019, 03:28 PM

‘উদীয়মান গন্তব্য’ ক্যাটাগরিতে ‘দর্শনার্থীদের পছন্দ' হিসেবে বাংলাদেশ এ পুরস্কার পেয়েছে বলে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়া বাংলাদেশের আটটি স্টার হোটেল, দুটি ট্র্যাভেল এজেন্সি এবার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।

গত ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার গলে হোটেল আমারিতে এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) সভাপতি এইচ এম হাকিম আলী রোববার বিকালে বেসরকারি বিমান ও পর্যটন প্রতি মাহবুব আলীর হাতে বাংলাদেশের পুরস্কারটি তুলে দেন।

তিনি বলেন, হোটেল আমরি ঢাকা, দুসাই রির্সোট ও স্পা, হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড, ওশান প্যারাডাইস লিমিটেড, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, সায়মন বিচ রির্সোট, দা ওয়ে ঢাকা ও দা ওয়েস্টিন এবার বিভিন্ন ক্যাটাগরিতে ‘সাউথ এশিয়ান ট্র্যাভেল অ্যাওয়ার্ড’ পেয়েছে।

এছাড়া ট্র্যাভেল এজেন্সি গ্যালাক্সি হলিডে লিমিটেড ও গ্যালাক্সি ট্র্যাভেল ইন্টারন্যাশনাল এবার দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।