বিশ্বমানের কোল্ড চেইন নেটওয়ার্ক স্থাপনে আইএফসির বিনিয়োগ

বিশ্বমানের কোল্ড স্টোরেজ এবং লজিস্টিকস নেটওয়ার্ক স্থাপনের জন্য বিশ্বব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) সাথে একটি যৌথ বিনিয়োগের চুক্তি করেছে গোল্ডেন হার্ভেস্ট আইসক্রিম এবং গোল্ডেন হার্ভেস্ট ফুডস মালিকানাধীন নতুন প্রাইভেট কোম্পানি কোল্ড চেইন বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 02:21 PM
Updated : 28 Sept 2019, 02:21 PM

গত বুধবার আইএফসির ঢাকা অফিসে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে বলে দুই প্রতিষ্ঠানের যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে সমন্বিত কোল্ড চেইন এবং তাপনিয়ন্ত্রিত লজিস্টিক সরবরাহের ক্ষেত্রে এটিই সর্বপ্রথম প্রতিষ্ঠান। গোল্ডেন হার্ভেস্টের ৭০ শতাংশ এবং আইএফসির ৩০ শতাংশ বিনিয়োগে ২২ মিলিয়ন ডলারের এই পাইলট প্রকল্পে দেশের ১২টি স্থান থেকে তাপনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের পণ্য সংরক্ষণ এবং পরিবহন সেবা প্রদান করা হবে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোল্ড চেইন বাংলাদেশের এই উদ্যোগের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, পরিবহন ক্ষতি হ্রাস এবং সরবরাহকৃত পন্যের মানোন্নয়নে ভূমিকা রাখবে।