ব্যাংক নোটের আদলে টিকেট ব্যবহার দণ্ডনীয়

ব্যাংক নোটের আদলে খাবারের বিল বা কুপন এবং টিকেট প্রস্তুত ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 12:04 PM
Updated : 22 Sept 2019, 12:04 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল/রেস্তোরা এবং শহরাঞ্চলের সন্নিকটে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল/টোকেন, টিকেট ইত্যাদি ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে।

টাকার আদলে এ ধরনের বিল/কুপন/টিকেট ব্যবহারের মাধ্যমে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জালনোট প্রস্তÍতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে।

“এছাড়া ব্যাংক নোটের আদলে খাবারের বিল/কুপন/টিকেট প্রস্তুত ও ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ।”

 সুতরাং এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ।