হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

ভারতে পেঁয়াজের মূল্য বেড়ে যাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 05:56 PM
Updated : 14 Sept 2019, 05:56 PM

ভারতীয় কর্তৃপক্ষ শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রপ্তানি মূল্য বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নিধারণ করেছে বলে জানান হিলির আমদানি-রপ্তানি ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।

মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩শ মার্কিন ডলারে আমদানি করা হলেও এখন থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৮৫২ মার্কিন ডলারে ব্যবসায়ীদের আমদানি করতে হবে।

“ফলে এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।”

হিলির আমদানিকারক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগের দেওয়া এলসিগুলোর বিপরীতে ভারতের কাস্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রপ্তানির অনুমতি না দেওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা।”

তিনি বলেন, “আজ শনিবার সরকারি ছুটির কারণে ব্যাংক বন্ধ থাকায় আগামীকাল রোববার পুনরায় এলসি সমন্বয় করে করে পেঁয়াজ আমদানি করতে হবে।”

এদিকে, এই মূল্য বৃদ্ধির প্রভাবে হিলিতে বাজারে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। স্থানীয় বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহে এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়।