বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করে সেবা দেবে এডিএন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ভিএসএটি প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সেবা দেবে এডিএন টেলিকম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 02:32 PM
Updated : 12 Sept 2019, 02:32 PM

সম্প্রতি ঢাকায় বঙ্গবন্ধু স্যাটেলাইট পরিচালনায় নিয়োজিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এবং এডিএন টেলিকমের মধ্যে এ বিষয়ে একটি  চুক্তি হয়েছে।

এডিএন টেলিকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় এডিএন টেলিকম বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ এর মাধ্যমে ভিএসএটি প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত দ্বীপঅঞ্চলগুলোতে ডিজিটাল সংযোগ দেবে।

পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য সৌরশক্তি সমর্থিত মাল্টিমিডিয়া-ডেস্কটপ পিসি এবং ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেবে।

চুক্তি সই অনুষ্ঠানে বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন।

বিসিএসসিএলের প্রকল্প পরিচালক হামিদ মহিউদ্দিন এবং এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিল্টন চুক্তিতে সই করেন।

এডিএন টেলিকমের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফজলুন নাঈম ও ব্রডব্যান্ড বিজনেসের প্রধান আরিফুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।