পিবিআইএলের কর্মশালায় কোম্পানি একীভূতের প্রচলনের সুপারিশ

দেশের অর্থনীতির বর্তমান অবস্থায় কর্পোরেট খাতের বিভিন্ন কোম্পানির একীভূত করার উপর জোর দেওয়া হয়েছে এক কর্মশালায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 04:50 PM
Updated : 8 Sept 2019, 04:50 PM

রোববার ঢাকার র‌্যাডিসন হোটেলে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) আয়োজিত দুদিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত দেশগুলোতে কর্পোরেট খাতে দুই বা ততোধিক কোম্পানির একীভূতকরণ প্রক্রিয়ার ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশে এটি নতুন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মশাকরণ বা মারজার্স এন্ড অ্যাকুইজিশন (এমএন্ডএ) জরুরি হয়ে উঠেছে।

অনুষ্ঠানে পিবিআইএল এবং বিকন মার্জারস অ্যাকুইজিশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়।

আয়োজকরা বলেন, দেশের কর্পোরেট খাতের অংশগ্রহণকারীদের মধ্যে দুই বা ততোধিক কোম্পানি একীভূতকরণ প্রক্রিয়ার মৌলিক দিকগুলি তুলে ধরা, অভিজ্ঞতা বিনিময় এবং এ বিষয়ে সচেতন করা এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

পিবিআইএলের চেয়ারম্যান এম ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। ১৯৮৮ সালেও এদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ১২০ ডলারের মতো। সেই দেশটি এখন উন্নয়নের রোল মডেল বলে আলোচনা হচ্ছে। মাথাপিছু আয় বেড়ে ১৯০০ ডলার ছাড়িয়ে গেছে।

“এমন পরিস্থিতিতে বাংলাদেশের কর্পোরেট খাতেও পেশাদারিত্বের সকল সুযোগ গ্রহণ করতে হবে। উন্নত বিশ্বে কর্পোরেট খাতে একাধিক কোম্পানির একীভূত হওয়ার রেওয়াজ থাকলেও বাংলাদেশে সেই চর্চা নেই “

এ প্রক্রিয়ার জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি। বাজেটে এ সংক্রান্ত আইন সংশোধনের ঘোষণা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

পিবিআইএলের ব্যবস্থাপনা পরিচালক তাবারক হোসেন ভুইয়া বলেন, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের কর্পোরেট খাতও এখন পরিপক্ক হচ্ছে। ফলে কর্পোরেট খাতের বিভিন্ন কৌশলের পরিবর্তন প্রয়োজন।

“এই পরিবর্তনের কৌশলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মার্জারস অ্যান্ড অ্যাকুইজিশনস। উন্নত অর্থনীতির দেশগুলোতে কর্পোরেট খাতের একটি চালিকাশক্তি হিসেবে প্রমাণিত হয়েছে মার্জার। আমাদের এই বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে।”