পদ্মা ব্যাংকের মশারি বিতরণ

এইডিস মশা নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে মশারি বিতরণ করেছে পদ্মা ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2019, 05:33 PM
Updated : 7 Sept 2019, 05:33 PM

সম্প্রতি পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত এই কর্মসূচির উদ্বোধন করেন।

মশারি বিতরণ করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক.এহসান খসরু, উপ-ব্যবস্থাপনা পরিচালক সাহাদাৎ হোসেন এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।

রাজধানীর বিভিন্ন বাসস্টেশন, বস্তি ও রেলস্টেশনের ছিন্নমূল অসহায় মানুষ ও বিভিন্ন এতিমখানায় মশারি বিতরণের সময় এইডিস মশা নিধনে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে পরামর্শ দেন পদ্মা ব্যাংকের কর্মকর্তারা।

ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু বলেন, এইডিস মশাবাহিত ডেঙ্গু মানুষের আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। তাই নিম্নআয়ের মানুষ এবং এতিম শিশুদের কাছে মশারি পৌঁছে দেয়ার চেষ্টা করেছে পদ্মা ব্যাংক।

“এইডিস মশা বাহিত ডেঙ্গু জ্বরের কারণে কঠিন সময় পার করছে দেশ। তাই সবাইকে যার যার অবস্থান থেকে এ ব্যাপারে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। এর অংশ হিসেবে পদ্মা ব্যাংকও মশা থেকে বাঁচতে এই উদ্যোগ নিয়েছে।”