শ্রীলংকায় সাফা সম্মেলনে সেলিম উদ্দিন

শ্রীলংকার কলম্বোতে সাফা (সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে ‘কমবেটিং করাপশন ইন বাংলাদেশ’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেছেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক সেলিম উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2019, 06:32 PM
Updated : 20 August 2019, 06:32 PM

সম্প্রতি অনুষ্ঠিত এই সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর পেশাজীবী ও অর্থনীতিবিদরা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেলিম বলেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সততা, নিষ্ঠা, নৈতিকতাসহ উত্তম চর্চার ব্যাপক প্রসারের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। এভাবেই দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও নিবারণ সম্ভব।

সেলিম তার প্রবন্ধে সারা বিশ্বে আলোচিত ৫৩টি দুর্নীতি বিরোধী কর্মকৌশলের উপর আলোকপাত করেন। বাংলাদেশে দুর্নীতি বিরোধী বিভিন্ন কর্মপদ্ধতি, আইন এবং দুর্নীতি দমনে সরকারের গৃহীত ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দেন।