নয়-ছয় বাস্তবায়নে ফের তাগাদা

ব্যাংক ঋণ এবং আমানতের সুদহার ৯ ও ৬ শতাংশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে ফের তাগাদা দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 06:39 PM
Updated : 19 August 2019, 06:39 PM

ঈদের ছুটির আগে ৭ অগাস্ট এক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে এই তাগাদা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যাংক ঋণ এবং আমানতের সুদহার ৯ ও ৬ শতাংশ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের ব্যাংক গুলোকে চিঠি দেওয়া হয়েছে। ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসাবেই এই চিঠি দেয়া হয়েছে। “

আমানত সংগ্রহের ক্ষেত্রে ৬ শতাংশ এবং ঋণ বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ শতাংশ সুদহার বাস্তবায়নে খুব শিগগিরই বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে ৪ অগাস্ট জানিয়েছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাংলাদেশ ব্যাংকে বসেরকারি ব্যাংকের উদ্যোক্তা-মালিক এবং প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছিলেন মন্ত্রী।

বেসরকারি ব্যাংকগুলো ব্যাংক ঋণের সুদের হার এক অংকে নামিয়ে না আনলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৪ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণার পরের দিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।