এলআইসি বাংলাদেশের প্রিমিয়াম সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক

জীবন বীমা কোম্পানি এলআইসি বাংলাদেশের প্রিমিয়াম সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 06:11 PM
Updated : 18 August 2019, 06:11 PM

নিজেদের রিয়্যাল-টাইম অনলাইন ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং এজেন্ট ব্যাংকিং চ্যানেলের সাহায্যে এখন লাইফ ইনস্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেডের বীমা প্রিমিয়াম সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক।

এই প্রথম কোন জীবন বীমা কোম্পানি কোনো ব্যাংকের এজেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্মের এমন সুবিধা গ্রহণ করতে পারছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হবার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এবং লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অরূপ দাসগুপ্ত।

তারেক রিফাত উল্লাহ খান বলেন এজেন্ট ব্যাংকিং অর্থ ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্ধারিত ব্যাংকিং আওয়ারেরও বাইরে গিয়ে ক্লায়েন্টকে উন্নত সেবা দেয়া যায়।

এলআইসি বাংলাদেশের কালেকশন ব্যাংক হিসেবে সমগ্র দেশ থেকে গ্রাহকদের প্রিমিয়াম সংগ্রহ করবে ব্র্যাক ব্যাংক।এটি এলআইসিকে তাদের ব্যবসা কার্যক্রমে আরও বাড়াতে সহায়তা করবে বলে জানান তিনি।

গ্রাহকরা এখন তাদের দোরগোড়ায় ও সুবিধাজনক সময়ে ইনস্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে পারবেন। এছাড়া লাইফ ইনস্যুরেন্সের সুবিধা সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে পারবেন।

২০১৬ সালের অক্টোবরে ভারতের সুপরিচিত জীবন বীমা কোম্পানি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (আইএলসি) বাংলাদেশে লাইফ ইনস্যুরেন্স করপোরেশন (এলআইসি) অব বাংলাদেশ লিমিটেড নামে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কার্যক্রম শুরু করে।