ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সম্মেলন

ইসলামী ব্যাংকের  কক্সবাজার ও রামু শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্রপ্রধান ও সহকারী কেন্দ্রপ্রধানদের দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 05:54 PM
Updated : 18 August 2019, 05:54 PM

শনিবার  স্থানীয় এক মিলনায়তনে এই সম্মেলন হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম, পরিচালক তানভীর আহমেদ,মোহাম্মদ সালেহ জহুর,এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা এবং রুরাল ডেভেলপমেন্ট ডিভিশনপ্রধান এম জুবায়ের আজম হেলালী এতে বক্তব্য রাখেন।

নাজমুল হাসান বলেন,ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রকল্প ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা ও তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্যাংক।

মাহবুব উল আলম বলেন,পল্লী উন্নয়ন প্রকল্প ইসলামী ব্যাংকের একটি কল্যাণমূলক প্রকল্প। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে এ প্রকল্পের মাধ্যমে কাজ করা হচ্ছে।

ব্যাংকের এই প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত;যার সদস্য সংখ্যা প্রায় সাড়ে ১১ লাখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।