চার ব্যাংকের জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 04:29 PM
Updated : 15 August 2019, 04:30 PM

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয়ে এসব কর্মসূচিতে সভাপতি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

বক্তব্য রাখেন  রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শওকত আরা হোসেন, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম এবং শাব্বির আহমেদ এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ্।

শাহ্জালাল ইসলামী ব্যাংক  করপোরেট প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া  মাহফিলের করে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফেরাত কামনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব গোলাম কুদ্দুছ ও পরিচালক সানাউল্লাহ সাহিদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম আখতার হোসেন।

জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলমমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক বুধবার প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এতে  প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল নজরুল ইসলাম এবং সাধারণ সেবা বিভাগের প্রধান হাফিজুর রহমান বক্তব্য রাখেন।