গাবতলীর পশুর হাটে বিক্রি এখনও জমেনি

কোরবানির ঈদের তিন দিন আগেও রাজধানীর বৃহত্তম পশুরহাট গাবতলীতে কেনা-বেচা জমে ওঠেনি।

কাজী মোবারক হোসেন নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 10:51 AM
Updated : 9 August 2019, 11:06 AM

শুক্রবার ছুটির দিন সকালে গাবতলীর হাটে গিয়ে গরুও আগের বছরের তুলনায় কম দেখা গেছে, ক্রেতা তেমন দেখা যায়নি। তবে বিকাল নাগাদ ক্রেতা বাড়বে বলে আশায় আছেন বেপারীরা।

পশু রাখার সুবিধাজনক স্থান না থাকায় ঢাকায় বরাবরই মানুষ শেষ সময়ে কোরবানির পশু কিতে থাকে।

গাবতলীতে অনেক বড় গরু দেখা গেলেও সেগুলো বিক্রি কম হচ্ছে। ৬৫ থেকে ৮৫ হাজার টাকা দামের গরু বিক্রি তুলনামূলক বেশি।

কুষ্টিয়া থেকে ১২টি গরু নিয়ে মো. মনির হোসেন মঙ্গলবার হাটে এলেও একটিও বিক্রি করতে পারেননি বলে জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আশা করছি, আজকে বিকাল থেকে বেচাকেনা শুরু হবে।”

যশোরের ঝিকরগাছা থেকে আসা শাজাহান এগ্রো ফার্মের মালিক মফিজুর রহমান বলেন, “এবার ১৭টি গরু এনেছি। মঙ্গলবার বিকালে গরু তুলেছি, মাত্র একটি বিক্রি হয়েছে।”

গতবারের অভিজ্ঞতায় এবার গরু কম এনেছেন তিনি।

“গতবার ২৩টি গরু ফিরিয়ে নিতে হয়েছে। তাই এবার ১৭টি এনেছি। আশা করছি, এবার লাভের মুখ দেখতে পাব।”

কুষ্টিয়া থেকে আসা মো. ইসলাম বলেন, “বুধবার সকালে ১২টি গরু হাটে এনেছি। আশা করি, এবার গরুতে লাভ হবে। তবে এখনও কোনো বেচতে পারি নাই।”

এবার কম আনার কারণ জানতে চাইলে তিনি বলেন, “আগে কিছু বিক্রি করি, পরে আবার আনব। এখানে তো গরু বিক্রি হয় মূলত ঈদের আগের দুই দিন। তাই পরে আনব।”

গাবতলীতে গরু কিনতে আসা টিকে গ্রুপের কর্মকর্তা মোফাস্সের রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এমডি স্যারের জন্য গরু কিনতে এসেছি। ছয়টি গরু ২২ লাখ বলেছি, তারপরও দিচ্ছে না। এবার মনে হচ্ছে গরুর দাম একটু বেশি।”

কত সংখ্যক গরু বেচা-কেনা হয়েছে- জানতে চাইলে গাবতলী গরু হাটের ইজারাদারের ক্যাশিয়ার  মোস্তফা কামাল শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এখনও ছিটেফাঁটা বিক্রি হচ্ছে। আজ বিকাল থেকে বিক্রি বাড়বে।”

এবার হাটে গরু কম দেখা যাওয়ার কারণ কী- জানতে চাইলে তিনি বলেন, “বেচা-কেনা শুরু হলে গরু আসতে শুরু করবে। আর এখনও প্রচুর গরু নামছে।”